Dur Akash Chui (দূর আকাশ ছুঁই ) - Lyrics | Tahsin Feat. Tamim Mridha
Dur Akash Chui (দূর আকাশ ছুঁই ) - Lyrics | Tahsin Feat. Tamim Mridha
DUR AKASH CHUI LYRICS : Presenting ''DUR AKASH CHUI '' Bangla Romantic Song Sung Lyrics. This Song is Sung By Tamim Mridha and Music By Tahsin. DUR AKASH CHUI LYRICS by Tonmoy Parvez.
SONG CREDITS :
Singer : Tamim Mridha & Sumaiya Pehnaz Upama
Tune & Composition : Tahsin Ahmed
Lyrics: Tonmoy Parvez
Dur Akash Chui (দূর আকাশ ছুঁই ) - Lyrics :
[ সমাপ্ত ]
![]() |
Dur Akash Chui Lyrics |
SONG CREDITS :
Singer : Tamim Mridha & Sumaiya Pehnaz Upama
Tune & Composition : Tahsin Ahmed
Lyrics: Tonmoy Parvez
Dur Akash Chui (দূর আকাশ ছুঁই ) - Lyrics :
ঘুমের আলসেমিতে ... আমার পিঠে তুই ,
ঘুম থেকে উঠতে অভিমানে ... তোকে ছুঁই ।
আমার কাঁধে স্পর্শ করে তোর নিশ্বাস গুলি ,
যেন নির্জনে হারিয়েছি আজ সুধু তুই আর আমি ।
মেঘের কোনে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই
আয় এ মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ।
তোমার ছোঁয়ায় জানি হওয়া ...
জড়িয়ে বড় ছায়া,
মেঘ করেছে,
ভিছু আমি ... আর কিছুটা সময় ধরে
থাকনা তুমি ...।
মেঘের কোনে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই
আয় এ মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ।
সাজিয়ে প্রহর ,
উৎসবে আজ ,
আয়োজন তুই আসবি তাই ।
গুনগুনাই ...।
আজও আছে গোপন ,
সেই হারানো খন ,
সুপ্তখন , আলোড়ন ,
অকারন সারাখন ।
উৎসবে আজ ,
আয়োজন তুই আসবি তাই ।
গুনগুনাই ...।
আজও আছে গোপন ,
সেই হারানো খন ,
সুপ্তখন , আলোড়ন ,
অকারন সারাখন ।
মেঘের কোনে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই
আয় এ মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ।
ঘুমের আলসেমিতে ... আমার পিঠে তুই ,
ঘুম থেকে উঠতে অভিমানে ... তোকে ছুঁই ।
আমার কাঁধে স্পর্শ করে তোর নিশ্বাস গুলি ,
যেন নির্জনে হারিয়েছি আজ সুধু তুই আর আমি ।
মেঘের কোনে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই
আয় এ মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ।
[ সমাপ্ত ]