Brishtir Opekkhay ( বৃষ্টির অপেক্ষায় ) Bangla Lyrics - Minar Rahman | Bengali Song Lyrics

BRISHTIR OPEKKHAY BY MINAR FULL MP3 SONG LYRICS : 
bristir-opekkhay-lyrics-by-minar-rahman
বৃষ্টির অপেক্ষায় ( মিনার রাহমান ) লিরিক্স 
BRISHTIR OPEKKHAY LYRICS BY MINAR : Presenting '' Brishtir Opekkhay '' Bengali Song Lyrics in Bangla.This song is sung by MINAR RAHMAN.This is a track from the Album RONG PENCIL .
SONG CREDITS :

Song : Bristir Opekkhay
Singer : Minar Rahman
Lyrics :
Label :

এই এ্যালবামের সবগুলো গান ঃ [ এখানে ]


][ BRISHTIR OPEKKHAY BY MINAR RAHMAN FULL SONG LYRICS IN BANGLA ][

তোমার স্মৃতির মায়ায় , ভাসবো না ভেবে
লিখবো আমি কাব্য , তোমার শিরোনামে । - [ ২ বার ]

কলমের যত কালি , লিখে যাবে কবিতা
হৃদয়ের এ্যালবামে সাজিয়ে নেবো ছবিটা ।

তুমি চাইলে হতে পারো , জীবনের হেডলাইন ,
নিরধিধায় করতে পারো , হৃদয়ের স্ট্যাম্প এ সাইন । - [ ২ বার ]

রাতের আঁধারে , ল্যাম্পপোস্ট এ
ধরবো গীটারের সুর ,
অপেক্ষার প্রহর , গুনে যাবো
যেতে যেতে বহুদূর ।

তোমার জন্য বেলা , ওবেলা
করবো পাগলামি ।


তুমি চাইলে হতে পারো , জীবনের হেডলাইন ,
নিরধিধায় করতে পারো , হৃদয়ের স্ট্যাম্প এ সাইন । - [ ২ বার ]


শহরের এই ধুলোবালি মেখে
বৃষ্টির অপেক্ষায় ,
তুমি মেঘ জমে থাকো
দাও না বৃষ্টি আমায় ।


তোমার জন্য বেলা , ওবেলা
করবো পাগলামি ।


তুমি চাইলে হতে পারো , জীবনের হেডলাইন ,
নিরধিধায় করতে পারো , হৃদয়ের স্ট্যাম্প এ সাইন । - [ ২ বার ]


তোমার স্মৃতির মায়ায় , ভাসবো না ভেবে
লিখবো আমি কাব্য , তোমার শিরোনামে । - [ ২ বার ]


কলমের যত কালি , লিখে যাবে কবিতা
হৃদয়ের এ্যালবামে সাজিয়ে নেবো ছবিটা ।

তুমি চাইলে হতে পারো , জীবনের হেডলাইন ,
নিরধিধায় করতে পারো , হৃদয়ের স্ট্যাম্প এ সাইন । - [ ২ বার ]][ সমাপ্ত ][

এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে ফেসবুক এ যুক্ত থাকুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 


Blogger দ্বারা পরিচালিত.