AJANAI (অজানায়) LYRICS - TANVEER EVAN | JOVAN - MEHAZABIEN
OJANAI BY TANVEER EVAN MP3 SONG LYRICS IN BANGLA FROM LOVE VS CRUSH :
![]() |
অজানায় (তানভীর ইভান)লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Ojanai
■ Singer : Tanveer Evan
■ Lyrics : Tanveer Evan
■ Composition : Piran Khan
■ Label : Piran Khan (Pvt. Release)
■ Release Date : Aug 22, 2018
OJANAI BY TANVEER EVAN AUDIO SONG
OJANAI LYRICS IN BANGLA
আমার অজানায় হলো কি,
তোমাকে তা কখনো
বুঝতে দেবো না।
দৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুঁজবো না।
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না।
তুমিও কি আমার মতো করে,
একটু ভালো বাসবে না ?
তুমিও কি আমার মতো করে,
একটু কাছে ডাকবে না। - [ ২ বার ]
আগেও তো ভালো বাসতে তুমি,
আগেও তো কাছে ডাকতে তুমি।
তবে আজ কেনো দূরত্বটা সব চেয়ে কাছের,
ভালোবেসে কি ভুল করেছি আমি ?
তুমিও কি আমার মতো করে,
একটু ভালো বাসবে না ?
তুমিও কি আমার মতো করে,
একটু কাছে ডাকবে না। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
Tomake Ta Kokhono,
Bujhte Debo na..
Dristir Paney Akashey Cheye,
Tomake Ami Khujbo na...
Akasher Pasnet Cheye Cheye
Valobasi ta bolbo na..
Tumio Ki Amar Moto Kore,
Ektu Valo Basbe na?
Tumio Ki Amar Moto Kore,
Ektu Kache Dakbo na.. - [ 2 ]
Tumio Ki Amar Moto Kore,
Ektu Valo Basbe na?
Tumio Ki Amar Moto Kore,
Ektu Kache Dakbo na.. - [ 2 ]
Ageu to Valo Baste Tumi,
Ageu To Dakte Kache Tumi..
Tbe Aj Keno Durottota Sob cheye kacher
Valobese Ki Vul Korechi AMi?
][ THE END ][
তোমাকে তা কখনো
বুঝতে দেবো না।
দৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুঁজবো না।
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না।
তুমিও কি আমার মতো করে,
একটু ভালো বাসবে না ?
তুমিও কি আমার মতো করে,
একটু কাছে ডাকবে না। - [ ২ বার ]
আগেও তো ভালো বাসতে তুমি,
আগেও তো কাছে ডাকতে তুমি।
তবে আজ কেনো দূরত্বটা সব চেয়ে কাছের,
ভালোবেসে কি ভুল করেছি আমি ?
তুমিও কি আমার মতো করে,
একটু ভালো বাসবে না ?
তুমিও কি আমার মতো করে,
একটু কাছে ডাকবে না। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
Advertisement
AJANAI LYRICS
Tomar Ajanai Holo Ki,Tomake Ta Kokhono,
Bujhte Debo na..
Dristir Paney Akashey Cheye,
Tomake Ami Khujbo na...
Akasher Pasnet Cheye Cheye
Valobasi ta bolbo na..
Tumio Ki Amar Moto Kore,
Ektu Valo Basbe na?
Tumio Ki Amar Moto Kore,
Ektu Kache Dakbo na.. - [ 2 ]
Tumio Ki Amar Moto Kore,
Ektu Valo Basbe na?
Tumio Ki Amar Moto Kore,
Ektu Kache Dakbo na.. - [ 2 ]
Ageu to Valo Baste Tumi,
Ageu To Dakte Kache Tumi..
Tbe Aj Keno Durottota Sob cheye kacher
Valobese Ki Vul Korechi AMi?
][ THE END ][
টুকরো খবর :
অজানায় শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিযোগ খ্যাত কণ্ঠশিল্পী তানভীর ইভান এবং গানের কথাও তারই লেখা। পিরান খানের কম্পোজিশনে এই গানটি ' লাভ VS ক্রাশ " নামক নাটকের ওপেন সোর্চ ট্র্যাক হিসেবে ব্যবহার করা হয়। সিডি চয়েজ ও ফ্যাক্টর থ্রি সলিউশনস নিবেদিত ঈদের বিশেষনাটক “লাভ vs ক্রাশ” নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবীন, জোভান, আজাদ, নবী, শপথ, ইলমা, অন্তরা, কেয়া সহ আরো অনেকে। নাটকটির গল্প ও পরিচালনায় ছিলেন প্রবীর রায় চৌধুরী। নাটকটি ২২ শে আগষ্ট এস.এ টিভিতে রাত ১০:৩০ মিনিটে প্রচার করা হয় এবং রাত ১১.৩০ মিনিটে সিডি চয়েজ এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।
নাটকটির প্রসঙ্গে মেহজাবিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, " নাটকটির গল্প দারুন। আর প্রবীর দার ‘বেষ্ট vs ফ্রেন্ড’ নাটকে এর আগে আমি আর জোভান কাজ করেছিলাম। নাটকটি গেল ঈদে প্রচার হয়, বেশ দর্শক প্রিয়তাও হয় । সেই ধারাবাহিকতায় একই নির্মাতার নাটকে আমি আর জোভান জুটি হয়ে কাজটি করেছি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।"
নাটকটির প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরী জানান, " বেষ্ট ফ্রেন্ড”এর পর “লাভ vs ক্রাশ” নির্মান করলাম জোভান আর মেহজাবিনকে নিয়ে। নাটকটি সম্পূন্ন রোমান্টিক ধারার । আশাকরি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে।এছাড়াও গল্পটিতে পিরান খানের সুরে ও তানভার ইভান এবং মাহাতিম সাকিবের কন্ঠে ২ টি সুন্দর গান রয়েছে। আশা করছি গানগুলোদর্শকপ্রিয়তা পাবে। "
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box