AMI AMAR MOTO (আমি আমার মতো) LYRICS - PRITOM HASAN | Pizza-Bhai OST
AMI AMAR MOTO BY PRITOM HASAN MP3 SONG LYRICS IN BANGLA FROM PIZZA-BHAI :
AMI AMAR MOTO LYRICS BY PRITOM HASAN FROM PIZZA-BHAI : Presenting " Ami Amar Moto '' Bengali Song Lyrics from Bioscope Original Film Pizza-Bhai featuring Rahat Rahman, Missouri Rashid, Juneyna Kabir & Baizid Joardar in the lead role & Directed By Nuhash Humayun.This song is sung By Pritom Hasan & lyrics penned By Pritom & Rahul.While the music is also composed by Pritom Hasan.SONG CREDITS :
■ Song : Ami Amar Moto
■ Singer : Pritom Hasan
■ Lyrics : Pritom & Rahul
■ Music : Pritom Hasan
■ Movie : Pizza-Bhai
■ Label : Gaanchill Music
■ Official Release Date : Nov 22, 2018
AMI AMAR MOTO BY PRITOM HASAN OFFICIAL MUSIC VIDEO
AMI AMAR MOTO SONG LYRICS
তুমি তোমার মতো,
আমি আমার মতো,
সরে গেছি দুজনে আজ বহুদুরে।
তুমি তোমার মতো,
আমি আমার মতো,
রাখনি মনেতে আমায় কোন ভুলেও।
আমিতো ডাকবো না,
তোমারই নাম,
কোন সুরে,
আমার এ গানে,
দূরে থেকেই - সুখে থাকো,
শুধু প্রতিরাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
কথা হবে না আর,
দেখা হবে না আর,
হবে না আর ভালোবেসে
মান অভিমান।
কাঁদবো না তো আর,
হাসবো না আর,
নীরবে হারিয়ে গেছে সে পিছু টান।
আমিতো বলবো না,
আমার ব্যথা,
কোন সুরে তোমারই গানে,
দূরে থেকেই, সুখে থাকো,
শুধু প্রতিরাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
][ সমাপ্ত ][
আমি আমার মতো,
সরে গেছি দুজনে আজ বহুদুরে।
তুমি তোমার মতো,
আমি আমার মতো,
রাখনি মনেতে আমায় কোন ভুলেও।
আমিতো ডাকবো না,
তোমারই নাম,
কোন সুরে,
আমার এ গানে,
দূরে থেকেই - সুখে থাকো,
শুধু প্রতিরাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
কথা হবে না আর,
দেখা হবে না আর,
হবে না আর ভালোবেসে
মান অভিমান।
কাঁদবো না তো আর,
হাসবো না আর,
নীরবে হারিয়ে গেছে সে পিছু টান।
আমিতো বলবো না,
আমার ব্যথা,
কোন সুরে তোমারই গানে,
দূরে থেকেই, সুখে থাকো,
শুধু প্রতিরাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
][ সমাপ্ত ][
আমাদের ফেসবুক পেইজটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো।
পিৎজা ভাই সম্পর্কে কিছু তথ্যঃ
পার্থ, একজন পার্টটাইম পিৎজা ডেলিভারি বয়। শুধু রাতেই সে এই কাজটা করে। আর দিনে সে কেউ নন। আর দশটা সাধারণ হেরে যাওয়া মানুষের মতোই তার জীবন। টাকার টানাটানি তো লেগেই আছে। এমনি করেই কেটে যাচ্ছিল পার্থর জীবন। একদিন ঘটনাচক্রে পিৎজা ডেলিভারির সময়, পার্থ জড়িয়ে পড়ে মাদক ব্যবসার সঙ্গে। শহরের উচ্চপর্যায়ের এলাকাগুলোতে, পিৎজার সঙ্গে সঙ্গে পার্থর হাত ধরে ছড়িয়ে পড়তে থাকে মাদক। এই অন্ধকার জগতের ঝলমলে আলোয় ক্রমেই হারিয়ে যেতে থাকে সহজ সরল পার্থ। দিনের আলোর মানুষগুলো কেমন করে রাতের আঁধারে বদলে যায়, এসবের মুখোমুখি হতে হতে একসময় পার্থ হারিয়ে ফেলে নিজেকে। এমনই এক আলো-আঁধারের গল্প নিয়ে নুহাশ হুমায়ূন নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পিৎজা ভাই’। আলফা আই মিডিয়া প্রডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের পিৎজা ভাই চরিত্রে অভিনয় করেছেন রাহাত রহমান। এছাড়াও অভিনয় করেছেন মিশৌরী রশীদ খান, জুনেয়না ফ্রান্সিস কবীর, বায়েজীদ হক জোয়ারদার প্রমুখ।
সৌজন্যঃ বাংলা ট্রিবিউন
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box