TOKE CHARA (তোকে ছাড়া) LYRICS - JUBIN NAUTIYAL | JAMAI BADAL (2018)
TOKE CHARA MP3 SONG LYRICS BY JUBI NAUTIYAL FROM JAMAL BADAL (2018):
TOKE CHARA LYRICS BY JUBIN NAUTIYAL FROM JAMAIL BADAL : Presenting ' Toke Chara ' Bengali Song Lyrics from the movie JAMAI BADAL featuring Soham Chakraborty, Hiraan Chatterjee, Paayel Sarkar & Koushani Mukherjee in the lead role & Directed By Ravi Kinagi.This song is sung by Jubin Nautiyal & Lyrics penned by Ritam Sen.While the music is composed by Jeet Gannguli.This movie is produced by Nispal Singh under the banner of Surinder Films Pvt. Ltd.SONG CREDITS :
■ Song: Toke Chara
■ Singer: Jubin Nautiyal
■ Lyric : Ritam Sen
■ Music: Jeet Gannguli
■ Film : Jamai Badal (2018)
■ Label: Surinder Films Pvt. Ltd.
■ Release Date : Dec 20,2018
TOKE CHARA FROM JAMAI BADAL FULL SONG
TOKE CHARA LYRICS
তোকে রোজ সকালে
দেখতে ইচ্ছে হয়,
তোকে সঙ্গে পেলে
করবো যুদ্ধ জয়। - [ ২ বার ]
সারারাত ধরে,
মায়া বন্দরে তোর ঠিকানা,
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
তোকে রোজ সকালে
দেখতে ইচ্ছে হয়,
তোকে সঙ্গে পেলে
করবো যুদ্ধ জয়।
মিছি মিছি কিছু মিছু খুনসুটি
তোর আমার,
মেঘেদের কলরবে স্কুল ছুটি,
বৃষ্টি নামায়।
ডাক নামে ডেকে ওঠে চুপিসারে,
প্রিয় পিছুটান।
স্বপ্নের অক্ষরে ডানা মেলে,
অবাক ওড়ান।
তোকে অন্য নামে
ডাকতে ইচ্ছে হয়
তোর গন্ধ মেখে
থাকতে ইচ্ছে হয়।
সারারাত ধরে,
মায়া বন্দরে তোর ঠিকানা,
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
][ সমাপ্ত ][
দেখতে ইচ্ছে হয়,
তোকে সঙ্গে পেলে
করবো যুদ্ধ জয়। - [ ২ বার ]
সারারাত ধরে,
মায়া বন্দরে তোর ঠিকানা,
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
তোকে রোজ সকালে
দেখতে ইচ্ছে হয়,
তোকে সঙ্গে পেলে
করবো যুদ্ধ জয়।
মিছি মিছি কিছু মিছু খুনসুটি
তোর আমার,
মেঘেদের কলরবে স্কুল ছুটি,
বৃষ্টি নামায়।
ডাক নামে ডেকে ওঠে চুপিসারে,
প্রিয় পিছুটান।
স্বপ্নের অক্ষরে ডানা মেলে,
অবাক ওড়ান।
তোকে অন্য নামে
ডাকতে ইচ্ছে হয়
তোর গন্ধ মেখে
থাকতে ইচ্ছে হয়।
সারারাত ধরে,
মায়া বন্দরে তোর ঠিকানা,
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box