GHURE TAKAO (ঘুরে তাকাও) LYRICS - ANUPAM ROY | Shah Jahan Regency

GHURE TAKAO BY ANUPAM ROY FULL MP3 SONG LYRICS IN BANGLA :

Ghure Takao lyrics, Ghure Takao By Anupam roy lyrics,Shah Jahan Regency Movie Songs
GHURE TAKAO LYRICS BY ANUPAM ROY FROM Shah Jahan Regency : Presenting ' Ghure Takao ' Bengali Song Lyrics from the movie 'Shah Jahan Regency'.This song is sung by Anupam Roy & also Lyrics penned by Him.
SONG CREDITS :
■ Song: Ghure Takao
■ Singer: Anupam Roy
■ Lyric : Anupam Roy
■ Music: Anupam Roy
■ Movie: Shah Jahan Regency (2019)
■ Production: SVF
■ Label: SVF
■ Release Date : Jan 5, 2019

GHURE TAKAO BY ANUPAM ROY OFFICIAL MUSIC VIDEOGHURE TAKAO SONG LYRICS 

শুনে দেখো গান আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে।
একটু সময় দিতে হায়,
বদলে যেতে পারে তোমার কান।

তোমার জানলায় উড়ুক
নতুন এক নিশান।

হেঁটে দেখো পথ আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে।
বৃষ্টি ভেজা অন্ধকার,
ছাতিম ফুলের গন্ধে বেসামাল।
কেন ফালতু ভেবে হোচ্ছ নাজেহাল?

এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং,
বোকা মন খারাপের লিখি থিম সং,
ছাদে পা ছড়িয়ে,
রোদে পিঠ ঠেকিয়ে,
সবুজ কড়াইশুঁটি ছাড়াই শীতের দিনে।

ও - ও - ও ঘুরে তাকাও
ও - ও - ও ঘুরে তাকাও
ও - ও - ও ঘুরে তাকাও
ও ও ও.. ঘুরে তাকাও।

থেকে দেখো ঘর আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে।
এক বালিশেই স্বপ্ন হোক,
আয়না কোনে থাকুক তোমার টিপ,
আমায় শাসন করুক তোমার চুলের ক্লিপ।

ছুঁয়ে দেখো হাত আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে।
এই শরীরে ঢেউ ওঠে,
ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়,
একটা সুযোগ দিয়ো তাই আমায়।

এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং,
বোকা মন খারাপের লিখি থিম সং।
ছাদে পা ছড়িয়ে,
রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ কড়াইশুঁটি ছাড়াই শীতের দিনে।

ও - ও - ও... ঘুরে তাকাও
ও - ও - ও... ঘুরে তাকাও
ও - ও - ও... ঘুরে তাকাও
ও - ও - ও... ঘুরে তাকাও।
][ সমাপ্ত ][

শাহ জাহান রিজেন্সি (২০১৯)

শাহ জাহান রিজেন্সি একটি মুক্তিপ্রতিক্ষিত ভারতীয় বাংলা সিনেমা। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী। শ্রী ভেঙ্কা‌টেশ ফিল্মস এর ব্যানারে সিনেমাটিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, পরম্ব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরো অনেকে। প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'শাহ জাহান রিজেন্সি'। হোটেলের ভেতরকার অতিথি ও কর্মচারীদের প্রেম ও বিয়োগাত্মক কাহিনী দেখা যাবে শাহ জাহান রিজেন্সি ছবিতে। ছবির চিত্রনাট্য, সংলাপ করেছেন পরিচালক সৃজিত নিজেই।

এই সিনেমার আরও কিছু গানঃ
কিচ্ছু চাইনি আমি


এই সিনেমার সবগুলো গানের নির্ভুল লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটি ভিজিট করুন।
Blogger দ্বারা পরিচালিত.