TOMAR MONER BHETOR (তোমার মনের ভেতর) LYRICS - Mainul Ahsan Noble
TOMAR MONER BHETOR LYRICS BY NOBLE - "Tomar Moner Bhetor" is a Bengali song from the soundtrack to the 2019 Indian Bengali film Vinci Da.Written & Composed by Anupam Roy,the song is also sung by Mainul Ahsan Noble (Also known as NOBLE).The music video features Rudranil Ghosh and Sohini Sarkar.This movie is directed by Srijit Mukherji.
SONG CREDITS
■ Song: Tomar Moner Bhetor
■ Singer: Mainul Ahsan Noble
■ Lyrics : Anupam Roy
■ Music: Anupam Roy
■ Label: SVF Music
■ Release Date : Mar 31, 2019
SONG CREDITS
■ Song: Tomar Moner Bhetor
■ Singer: Mainul Ahsan Noble
■ Lyrics : Anupam Roy
■ Music: Anupam Roy
■ Label: SVF Music
■ Release Date : Mar 31, 2019
TOMAR MONER BHETOR FULL SONG
TOMAR MONER BHETOR FULL SONG LYRICS
তোমার মনের ভেতর যাই,
মুখের ভিড়ে মুখোশ পাই,
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে
শিকারী যেন।
তোমার চোখের ভেতর যাই,
হাত দেখিয়ে ট্রেন থামাই,
লুকোনো আঘাত -
রক্তপাত থামে না কেন!
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে,
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে,
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে
প্রতিদিন।
তোমার ঘরের ভেতর যাই,
চামড়া পোড়ার গন্ধ পাই,
চারিদিকে তার অন্ধকার
চেপে ধরে।
তোমার বুকের ভেতর যাই,
খাঁচায় রাখা লালন সাই,
মানব জনম হবে খতম
অপার হয়ে।
তুমি দেখছো তাকে,
ভাবছো যাকে,
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে -
প্রতিদিন।
তোমার মাথার ভেতর যাই,
শুকনো পাতায় আগুন জ্বালাই,
জ্বলে পুড়ে যাক, মৌমাছি চাক,
ভাঙেনা কেনো!
তোমার জ্বরের খবর পাই,
এই অসুখের ওষুধ চাই,
এতোটা সময়, অচেনা ভয়,
ছাড়েনা যেন।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে,
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে,
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে
প্রতিদিন।
][ সমাপ্ত ][
মুখের ভিড়ে মুখোশ পাই,
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে
শিকারী যেন।
তোমার চোখের ভেতর যাই,
হাত দেখিয়ে ট্রেন থামাই,
লুকোনো আঘাত -
রক্তপাত থামে না কেন!
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে,
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে,
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে
প্রতিদিন।
তোমার ঘরের ভেতর যাই,
চামড়া পোড়ার গন্ধ পাই,
চারিদিকে তার অন্ধকার
চেপে ধরে।
তোমার বুকের ভেতর যাই,
খাঁচায় রাখা লালন সাই,
মানব জনম হবে খতম
অপার হয়ে।
তুমি দেখছো তাকে,
ভাবছো যাকে,
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে -
প্রতিদিন।
তোমার মাথার ভেতর যাই,
শুকনো পাতায় আগুন জ্বালাই,
জ্বলে পুড়ে যাক, মৌমাছি চাক,
ভাঙেনা কেনো!
তোমার জ্বরের খবর পাই,
এই অসুখের ওষুধ চাই,
এতোটা সময়, অচেনা ভয়,
ছাড়েনা যেন।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে,
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে,
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে
প্রতিদিন।
][ সমাপ্ত ][