AMAR DEHOKHAN MP3 SONG LYRICS BY ODD SIGNATURE
![]() |
আমার দেহখান লিরিক্স |
SONG CREDITS :
■ Song: Amar Dehokhan
■Band: Odd Signature
■ Music : Moontasir Rakib
■ Lyrics : Moontasir Rakib
■ Vocal – Ahasan Tanvir Pial
■ Second/ Back vocal – Moontasir Rakib
■ Label: Odd Signature
■ Release Date : Oct 25, 2020
AMAR DEHOKHAN FULL SONG
AMAR DEHOKHAN FULL SONG LYRICS
একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো,
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। - [ ২ বার ]
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে,
খুঁজে পাবেনা সে গল্পকার।
দিনগুলো,
খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে,
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
নিও না শ্মশান,
এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা,
যা ফেলে গেছি।
দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। - [ ২ বার ]
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে,
খুঁজে পাবেনা সে গল্পকার।
দিনগুলো,
খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
][ সমাপ্ত][
Copyright © 2020 Odd Signature. All Rights Reserved
বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। প্রতিটি গানের কথা একমাত্র আমরাই নির্ভুল ভাবে প্রকাশ করার চেষ্টা করি তবুও কোন ভুল থেকে থাকলে আমাদের ফেসবুক পেইজে জানানোর সাথে সাথেই আমাদের টিম ভুল সংশোধন করবে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box