NIJER JONNO BY ASHES MP3 SONG LYRICS IN BANGLA
![]() |
নিজের জন্য লিরিক্স |
SONG CREDITS :
■ Song: Nijer Jonno
■Band: Ashes
■ Music : Zunayed Evan
■ Lyrics :Zunayed Evan
■ Label: Ashes Music
■ Release Date : Oct 9, 2020
NIJER JONNO BY ASHES FULL SONG
NIJER JONNO BY ASHES LYRICS IN BANGLA
আমি তো অনেকদিন
আকাশের তারা গুনিনা,
আমি তো এখন আর
আমাকে খুঁজে পাইনা।
আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে,
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
কী যে মায়া লাগে
আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে
আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে
আমার নিজের জন্য আহারে।
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে,
পাপের বন্ধনে থাকা সরল মানুষ।
টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন,
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে।
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক'টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক'টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
কী যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে।
][সমাপ্ত][
বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। প্রতিটি গানের কথা একমাত্র আমরাই নির্ভুল ভাবে প্রকাশ করার চেষ্টা করি তবুও কোন ভুল থেকে থাকলে আমাদের ফেসবুক পেইজে জানানোর সাথে সাথেই আমাদের টিম ভুল সংশোধন করবে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box