KI NAME DEKE BOLBO TOMAKE LYRICS BY SHYAMAL MITRA
![]() |
কি নামে ডেকে বলবো তোমাকে |
SONG CREDITS
■ Title: Ki Name Deke Bolbo Tomake
■ Singer:Shyamal Mitra
■ Lyrics :Sudhin Dasgupta
■ Music :Sudhin Dasgupta
■ Label : Sa Re Ga Ma India
■ Release Date :
■ Singer:Shyamal Mitra
■ Lyrics :Sudhin Dasgupta
■ Music :Sudhin Dasgupta
■ Label : Sa Re Ga Ma India
■ Release Date :
KI NAME DEKE BOLBO TOMAKE BY MIFTAH ZAMAN
KI NAME DEKE BOLBO TOMAKE LYRICS IN BANGLA
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে
ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে
ঐ দু'টি চোখে।
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে,
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে,
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
কি করি ভেবে যে
মরি বলবে কি লোকে?
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
পালাতে পারিনি আমি যে দিশাহারা,
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।
পালাতে পারিনি আমি যে দিশাহারা,
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে,
জানি না তোমার মনেও কি এতো প্রেম আছে।
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে,
জানি না তোমার মনেও কি এতো প্রেম আছে।
সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে,
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
][সমাপ্ত][
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে
ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে
ঐ দু'টি চোখে।
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে,
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে,
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
কি করি ভেবে যে
মরি বলবে কি লোকে?
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
পালাতে পারিনি আমি যে দিশাহারা,
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।
পালাতে পারিনি আমি যে দিশাহারা,
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে,
জানি না তোমার মনেও কি এতো প্রেম আছে।
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে,
জানি না তোমার মনেও কি এতো প্রেম আছে।
সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে,
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে,
বলবো তোমাকে?
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
][সমাপ্ত][
শ্যামল মিত্র সম্পর্কে কিছু তথ্যঃ
শ্যামল মিত্রের জন্ম বর্তমান উত্তর চব্বিশ পরগণা জেলার নৈহাটিতে। তার শিক্ষাগুরু ছিলেন সুধীরলাল চক্রবর্তী। পরে বিখ্যাত গায়ক সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে তালিম নিয়েছেন। ১৯৪৮ সালে প্রথম রেকর্ড করেন। সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবীন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন। তার রেকর্ডের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। প্রথম প্লে ব্যাক গায়ক হিসেবে ১৯৪৮ সালে 'সুনন্দার বিয়ে'তে সাড়া ফেলেন। অনেক ছবির সংগীত পরিচালক ছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্রে বেশ কয়েকটি হিন্দি গানের সুরও তার দেওয়া।
শ্যামল মিত্রের কিছু জনপ্রিয় গানঃ
■ আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
■ ওই আঁকা বাঁকা যে পথ
■ নাম রেখেছি বনলতা
■ কেন তুমি ফিরে এলে
■ ধরো কোন এক শ্বেত পাথরের প্রাসাদে
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box