AMAR SWAPNE DEKHA RAJKANYA LYRICS BY SHYAMAL MITRA
![]() |
আমার স্বপ্নে দেখা রাজকন্যা |
SONG CREDITS
■ Title: Amar Swapne Dekha Rajkanya
■ Singer: Shyamal Mitra
■ Lyrics : Gauri Prasanna Mazumder
■ Music : Robin Chattopadhyay
■ Label : Sa Re Ga Ma India Pvt. LTD.
■ Release Date : 1956
■ Singer: Shyamal Mitra
■ Lyrics : Gauri Prasanna Mazumder
■ Music : Robin Chattopadhyay
■ Label : Sa Re Ga Ma India Pvt. LTD.
■ Release Date : 1956
AMAR SHOPNE DEKHA RAJKONNA BY MEZBA BAPPY
AMAR SHOPNE DEKHA RAJKONNA LYRICS IN BANGLA
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তেরো নদীর পারে,
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তেরো নদীর পারে।
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা,
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।
সে এক রূপকথারই দেশ,
ফাগুন যেথা হয়না কভু শেষ।
রূপ কথারই দেশ,
ফাগুন যেথা হয়না কভু শেষ।
তারারই ফুল পাপড়ি ঝরায়,
যেথায় পথের ধারে,
দেখে এলেম তারে।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তেরো নদীর পারে,
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা,
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।
সেই রূপকথারই দেশে,
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে,
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে,
সুর হয়ে তাই ঝরে আমার গানে।
তাই খুশির সীমা নাই,
বাতাসে তার মধুর ছোঁয়া পাই।
তাই খুশির সীমা নাই,
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই।
জানিনা আজ হৃদয় কোথায়,
হারাই বারে বারে,
সাত সাগরের পারে।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তেরো নদীর পারে,
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা,
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।
][সমাপ্ত ][
সাত সাগর আর তেরো নদীর পারে,
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তেরো নদীর পারে।
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা,
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।
সে এক রূপকথারই দেশ,
ফাগুন যেথা হয়না কভু শেষ।
রূপ কথারই দেশ,
ফাগুন যেথা হয়না কভু শেষ।
তারারই ফুল পাপড়ি ঝরায়,
যেথায় পথের ধারে,
দেখে এলেম তারে।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তেরো নদীর পারে,
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা,
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।
সেই রূপকথারই দেশে,
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে,
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে,
সুর হয়ে তাই ঝরে আমার গানে।
তাই খুশির সীমা নাই,
বাতাসে তার মধুর ছোঁয়া পাই।
তাই খুশির সীমা নাই,
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই।
জানিনা আজ হৃদয় কোথায়,
হারাই বারে বারে,
সাত সাগরের পারে।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তেরো নদীর পারে,
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা,
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।
][সমাপ্ত ][
শ্যামল মিত্র সম্পর্কে কিছু তথ্যঃ
শ্যামল মিত্রের জন্ম বর্তমান উত্তর চব্বিশ পরগণা জেলার নৈহাটিতে। তার শিক্ষাগুরু ছিলেন সুধীরলাল চক্রবর্তী। পরে বিখ্যাত গায়ক সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে তালিম নিয়েছেন। ১৯৪৮ সালে প্রথম রেকর্ড করেন। সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবীন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন। তার রেকর্ডের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। প্রথম প্লে ব্যাক গায়ক হিসেবে ১৯৪৮ সালে 'সুনন্দার বিয়ে'তে সাড়া ফেলেন। অনেক ছবির সংগীত পরিচালক ছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্রে বেশ কয়েকটি হিন্দি গানের সুরও তার দেওয়া।
শ্যামল মিত্রের কিছু জনপ্রিয় গানঃ
■ কি নামে ডেকে
■ আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
■ ওই আঁকা বাঁকা যে পথ
■ নাম রেখেছি বনলতা
■ কেন তুমি ফিরে এলে
■ ধরো কোন এক শ্বেত পাথরের প্রাসাদে
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box