KABE DEKHA PABO TOR LYRICS
![]() |
কবে দেখা পাবো তোর লিরিক্স |
SONG CREDITS
■ Title: Kabe Dekha Pabo Tor
■ Singer: Shovan Ganguly
■ Lyrics : Priyo Chattopadhyay
■ Music :Jeet Gannguli
■ Label : Surinder Films Pvt. Ltd.
■ Release Date : Dec 30, 2020
■ Singer: Shovan Ganguly
■ Lyrics : Priyo Chattopadhyay
■ Music :Jeet Gannguli
■ Label : Surinder Films Pvt. Ltd.
■ Release Date : Dec 30, 2020
KI KORE BHULE THAKBO TOKE FULL SONG
KI KORE BHULE THAKBO TOKE LYRICS IN BANGLA
কত পথ হলে পার
এই মন পাখিটার
রোদ লাগবে ভেজা ডানাতে।
কবে দেখা পাবো তোর,
নেই কোন উত্তর,
কিছু প্রশ্ন যে চাই জানাতে।
কেন ভাঙলি এ মন?
ভাবি কি যে কারন,
আমি পারবো কি তোকে মানাতে?
ব্যথাই যখন জীবন জুড়ে,
কি আর পাবো হৃদয় খুঁড়ে।
এ মন তবু ঘুরে ফিরে,
ব্যথাই শুধু খুঁজে ফেরে।
কত পথ হলে পার,
এই মন পাখিটার,
রোদ লাগবে ভেজা ডানাতে।
কিছু কথা থেকে যায়,
ব্যথা দাগ রেখে যায়,
অবুঝ মনেরই কিনারায়।
কিছু পথ সরে যায়,
না চেয়েও দূরে যায়,
হারায় ভুলেরই ঠিকানায়।
মুছে নাও অভিমান,
ডেকে যায় পিছুটান,
আমি পারবো কি তোকে জানাতে?
ব্যথাই যখন জীবন জুড়ে,
কি আর পাবো হৃদয় খুঁড়ে।
এ মন তবু ঘুরে ফিরে,
ব্যথাই শুধু খুঁজে ফেরে।
কত পথ হলে পার,
এই মন পাখিটার,
রোদ লাগবে ভেজা ডানাতে।
][সমাপ্ত][
এই মন পাখিটার
রোদ লাগবে ভেজা ডানাতে।
কবে দেখা পাবো তোর,
নেই কোন উত্তর,
কিছু প্রশ্ন যে চাই জানাতে।
কেন ভাঙলি এ মন?
ভাবি কি যে কারন,
আমি পারবো কি তোকে মানাতে?
ব্যথাই যখন জীবন জুড়ে,
কি আর পাবো হৃদয় খুঁড়ে।
এ মন তবু ঘুরে ফিরে,
ব্যথাই শুধু খুঁজে ফেরে।
কত পথ হলে পার,
এই মন পাখিটার,
রোদ লাগবে ভেজা ডানাতে।
কিছু কথা থেকে যায়,
ব্যথা দাগ রেখে যায়,
অবুঝ মনেরই কিনারায়।
কিছু পথ সরে যায়,
না চেয়েও দূরে যায়,
হারায় ভুলেরই ঠিকানায়।
মুছে নাও অভিমান,
ডেকে যায় পিছুটান,
আমি পারবো কি তোকে জানাতে?
ব্যথাই যখন জীবন জুড়ে,
কি আর পাবো হৃদয় খুঁড়ে।
এ মন তবু ঘুরে ফিরে,
ব্যথাই শুধু খুঁজে ফেরে।
কত পথ হলে পার,
এই মন পাখিটার,
রোদ লাগবে ভেজা ডানাতে।
][সমাপ্ত][
তুমি আসবে বলে সিনেমার এই গানগুলো শুনেছেন কি?
■ কি করে ভুলে থাকবো তোকে
■ কবে দেখা পাবো তোর
■ সব রঙে তুই
■ কি করে ভুলে থাকবো তোকে
■ কবে দেখা পাবো তোর
■ সব রঙে তুই
বাংলা গানের নির্ভুল লিরিক্সটি পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টএ ভিজিট করুন। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যন্ত সতর্কতার সাথে প্রকাশ করি। তবুও কিছু ভুল থেকে থাকলে আমাদের ফেসবুক পেইজে জানাতে পারেন। ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box