NEEL HOBO LYRICS BY VIKING
![]() |
নীল হবো লিরিক্স |
SONG CREDITS
■ Title: Neel Hobo
■ Singer: Viking
■ Lyrics : Viking
■ Music :Viking
■ Label : Viking
■ Release Date : Jan 1, 2021
■ Singer: Viking
■ Lyrics : Viking
■ Music :Viking
■ Label : Viking
■ Release Date : Jan 1, 2021
NEEL HOBO FULL SONG
NEEL HOBO LYRICS IN BANGLA
নীল এখানেই
জমে থাকে পাঁজর খুড়েই,
ভীড় ওখানেই
বোকা মনের হিসেব মেলাতেই।
ভয় সেখানে
জাপটে ধরে বাঁচার আশা ক্ষণিকের।
চিড় ধরা রাতের বুকেই
আড়ি পাতা হাহাকার,
খুঁজে ফেরা ভুল পথে
কে আমি আমি কার।
এবার আমি নীল হবো,
নিদারুণ আঘাতে
থেতলে যাওয়া
মাংসের চারপাশের মতো।
এবার আমি রোদ হবো,
মেঘহীন উষ্ণতায়
বাড়িয়ে দেওয়া
ফাঁপা বুকের মতো।
এবার আমি আমার হবো।
আজ সেখানেই
থেমে যাওয়া পথের বাঁকেই,
না এভাবে ক্লান্ত পথে দিক হারাবেই।
হোক সেভাবেই,
কষ্টগুলো মুঠো-পোড়া নিমিষেই।
চিড় ধরা রাতের বুকেই
আড়ি পাতা হাহাকার,
খুঁজে ফেরা ভুল পথে
কে আমি আমি কার।
এবার আমি নীল হবো...
নিদারুণ আঘাতে
থেতলে যাওয়া
মাংসের চারপাশের মতো।
এবার আমি রোদ হবো,
মেঘহীন উষ্ণতায়
বাড়িয়ে দেওয়া
ফাঁপা বুকের মতো।
এবার আমি আমার হবো।
চিড় ধরা রাতের বুকেই,
আড়ি পাতা হাহাকার,
খুঁজে ফেরা ভুল পথে,
কে আমি আমি কার।
এবার আমি নীল হবো,
নিদারুণ আঘাতে,
থেতলে যাওয়া,
মাংসের চারপাশের মতো।
এবার আমি রোদ হবো,
মেঘহীন উষ্ণতায়,
বাড়িয়ে দেওয়া
ফাঁপা বুকের মতো। - [ ২ বার ]
এবার আমি....
][সমাপ্ত][
© VIKING 2021
বাংলা গানের নির্ভুল লিরিক্সটি পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টএ ভিজিট করুন। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যন্ত সতর্কতার সাথে প্রকাশ করি। তবুও কিছু ভুল থেকে থাকলে আমাদের ফেসবুক পেইজে জানাতে পারেন। ধন্যবাদ
জমে থাকে পাঁজর খুড়েই,
ভীড় ওখানেই
বোকা মনের হিসেব মেলাতেই।
ভয় সেখানে
জাপটে ধরে বাঁচার আশা ক্ষণিকের।
চিড় ধরা রাতের বুকেই
আড়ি পাতা হাহাকার,
খুঁজে ফেরা ভুল পথে
কে আমি আমি কার।
এবার আমি নীল হবো,
নিদারুণ আঘাতে
থেতলে যাওয়া
মাংসের চারপাশের মতো।
এবার আমি রোদ হবো,
মেঘহীন উষ্ণতায়
বাড়িয়ে দেওয়া
ফাঁপা বুকের মতো।
এবার আমি আমার হবো।
আজ সেখানেই
থেমে যাওয়া পথের বাঁকেই,
না এভাবে ক্লান্ত পথে দিক হারাবেই।
হোক সেভাবেই,
কষ্টগুলো মুঠো-পোড়া নিমিষেই।
চিড় ধরা রাতের বুকেই
আড়ি পাতা হাহাকার,
খুঁজে ফেরা ভুল পথে
কে আমি আমি কার।
এবার আমি নীল হবো...
নিদারুণ আঘাতে
থেতলে যাওয়া
মাংসের চারপাশের মতো।
এবার আমি রোদ হবো,
মেঘহীন উষ্ণতায়
বাড়িয়ে দেওয়া
ফাঁপা বুকের মতো।
এবার আমি আমার হবো।
চিড় ধরা রাতের বুকেই,
আড়ি পাতা হাহাকার,
খুঁজে ফেরা ভুল পথে,
কে আমি আমি কার।
এবার আমি নীল হবো,
নিদারুণ আঘাতে,
থেতলে যাওয়া,
মাংসের চারপাশের মতো।
এবার আমি রোদ হবো,
মেঘহীন উষ্ণতায়,
বাড়িয়ে দেওয়া
ফাঁপা বুকের মতো। - [ ২ বার ]
এবার আমি....
][সমাপ্ত][
© VIKING 2021
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box